X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে আগুন নেভানোর মহড়া বিমানবন্দরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৫৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৯:৪০

বিমানবন্দরে যদি কোনও বিমানে আগুন লাগে, তখন কীভাবে, কে কী পদক্ষেপ নেবে; সেই মহড়া করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এই মহড়া শুরু হয়।

কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে আগুন লাগলে কীভাবে তা মোকাবেলা করা হবে, সেজন্য প্রতি দুই বছর পর পর মহড়ার বিধান করেছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটি। বাংলাদেশের আন্তর্জাতিক বিমাবন্দরগুলোতে নিয়মিত এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার জন্য একটি ডামি উড়োজাহাজ রাখা হয় বিমানবন্দরের রানওয়ের পাশেই। মহড়ার জন্য ডামি উড়োজাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ১টা ১৭ মিনিটে ‘এবিসি এয়ারলাইন্সের’ একটি উড়োজাহাজে আগুন লাগার খবর দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। চার মিনিট পর রাত ১টা ২১ মিনিটে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের গাড়ি আসে আগুন নেভাতে। একইসঙ্গে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের গাড়িও আসে। সেই সময় বিমান বাহিনীর একটি অস্ত্রধারী দল উড়োজাহাজটি ঘিরে রাখে। স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহদের দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে আসে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। নিহত যাত্রীদের মরদেহ মর্গে নিয়ে যাওয়া হয়। রাত ১টা ৪৩ মিনিটে মহড়া শেষ হয়। মধ্যরাতে আগুন নেভানোর মহড়া বিমানবন্দরে

মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, আনসার, স্বাস্থ্য বিভাগ, কুর্মিটোলা হাসপাতাল,   বিমানসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

অনুষ্ঠানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, যে কোনও দুর্ঘটনার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া। আর যে কোনও পরিস্থিতিতে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত  ১০ ডিসেম্বর থেকে  রাত ১২টার পর থেকে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ রয়েছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য।  এ কারণে এ বছর দিনের বেলার পরিবর্তে রাতে এই মহড়া করা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, এ ধরনের মহড়া করতে বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়। যেহেতু এখন আমাদের রাতে ফ্লাইট বন্ধ, তাই এবার প্রথমবারের মতো রাতে মহড়া করা হলো। দুর্ঘটনা যে কোনও সময় ঘটতে পারে, রাতে মহড়ার করার মধ্য দিয়ে রাতের বেলায় দুর্ঘটনা ঘটলে সেই পরিস্থিতি মোকাবিলারও অনুশীলন হলো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী  বলেন,  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর। এই বিমানবন্দরের মাধ্যমে দেশের সিংহভাগ মানুষ ভ্রমণ করেন। শাহজালালে তৃতীয় টার্মিনালের কাজ চলমান আছে, যা আমাদের সামনে দৃশ্যমান। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করা হচ্ছে।

মধ্যরাতে আগুন নেভানোর মহড়া বিমানবন্দরে

মো. মাহবুব আলী  বলেন, আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের সনদ প্রাপ্তির জন্য এই মহড়া করা হলেও এটি সবার জন্য শিক্ষণীয়। এই অভিজ্ঞতা সত্যিকার দুর্ঘটনা ঘটলে কাজে লাগানো সম্ভব হবে।

বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে দেশের ভাবমূর্তি সম্পর্কিত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও ধরনের আপোস করা চলবে না। নিরাপত্তা বিঘ্নকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। বিমানবন্দরের সব কর্মীদের মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ যাত্রীদের সেবা করা। কোনও যাত্রী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

মধ্যরাতে আগুন নেভানোর মহড়া বিমানবন্দরে

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেবিচকের  সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী,  সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর ও প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/সিএ/এমপি/ইউএস/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে